মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর,টাংগাইলঃ টাংগাইলের যমুনানদীর পূর্বপাড় বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় অর্ধ কিলোমিটার ভাটিতে গরিলাবাড়ী এলাকায় থেমেনেই যমুনার ভাঙ্গন। গরিলাবাড়ী এলাকার যমুনা পাড়ে প্রায় দেরশত পরিবারের বসবাস, প্রতি বছর যমুনা নদীতে বিলিন হয়ে যাচ্ছে এই এলাকার অসংখ্য বসতবাড়ী। অনেকেই হারিয়েছে তাদের শেষ সম্বলটুকু বাপ দাদার বিটা। এলাকার ভুক্তভোগীরা জানান এর আগেও বাঁধ নির্মাণ করা হয়েছিলো কিন্তু আটকাতে পারেনি ভাঙ্গন। গরিলাবাড়ী বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি হওয়ায় এই এলাকা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র । আবারো দেওয়া হচ্ছে বাঁধ , স্থায়ী হবে কিনা দূরচিন্তায় এলাকাবাসী ।এখানে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে একটি বিনেদন কেন্দ্র কিন্তু এই বিনেদন কেন্দ্র উদ্ভধনের আগেই যমুনায় হারিয়ে গেছে এর একাংশ।যমুনা সেতুর পঞ্চিম পাড় সিরাজগঞ্জ নদী প্রোবন এলাকায় দেওয়া হয়ছে স্থায়ী বাঁধ। যা চায়না বাঁধ নামে পরিচিত। এলাকাবাসী দাবি করেন তাদের টেকসই ভবিষ্যৎ এর জন্য যে চলমান বাঁধের কাজ চলছে তা যেন, সিরাজগঞ্জ চায়না বাঁধের মতো স্থায়ী হয়।
ব্রেকিং নিউজ :
- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী আর নেই
- বারহাট্টায় মাদক ব্যবসা চলছে অবাধে
- তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন।
- বারহাট্টায় দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা
- নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ২৩ ইউনিট
- রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।
- ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
- সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় প্রতিবাদসভা
- থানায় জিডি করার ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিলল সাইফুলের লাশ