সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৬জন আহত

৪৯

এম আব্দুর রহিম,গাইবান্ধাঃ শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার তুলসীঘাট নামক এলাকায় পিক আপ ভ্যান ও অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন এবং হাসপাতালে নেয়ার পর অপর এক জনের মৃত্যু হয়। । হাসপাতালে নিয়ে আসা নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ১১টার দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী পিকআপ ভ্যান সদরের তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় অপরদিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার সুমন প্রামাণিক বলেন, আহতদের মধ্যে ৩জনের অবস্থা সংকটাপন্ন। তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান বলেন, পিকআপের চালক ও সহকারী পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.