সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু।
মোঃআল-আমিন
ডেস্ক রিপোর্ট, দৈনিক সাহসী কন্ঠ।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০০১-০২ সেশনের সিভিল ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মোঃ রাসেল মৃধা আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তিনি উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তর নেত্রকোনায় কর্মরত ছিলেন।
আজ সকালে ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে একটি ঘাতক ট্রাক রাসেল এর মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাসেল এর মোটরসাইকেলটি উক্ত ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং রাসেল মারা যায়।
রাসেল মৃধার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন আমখোলা গ্রামে।
রাসেল এর মৃত্যুতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পরিবার এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বি আই ই এ পরিবারের পক্ষ থেকে রাসেল এর আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে।