ডেস্ক রিপোর্টঃ আজ সকাল ১০:৪০ মিনিটের সময় ভোলা জেলার ১নং রাজাপুর ইউনিয়নের চরসিতারাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম, ইলশা ব্যারিস্টার কাছারির কাছে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন, (ইন্নাল ইন্নাহি ও ইন্নাইলাহি রাজেউন)সি,এন,জি এবং বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং তিন জন গুরুতর আহত হলেও, সি,এন,জি তে থাকা শিশুটির কিছুই হয়নি (আলহামদুলিল্লাহ)।
আল্লাহ তায়লার অশেষ মেহেরবানীতে শিশু টি প্রানে বেচে যায়।
এস,আই সুজন মাঝির কোলে শিশুটি।