রিয়াজ খান,স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঝালকাঠি জেলাধীন নলসিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন এর লক্ষ্মণকাঠি গ্রামের ভাড়ায় অটোরিকশা চালক মোঃ কবির হাওলাদার একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ৬মাস ধরে , পংগুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিল, ভাংগা পায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে চিকিৎসার অর্থ যোগার করার জন্য, রাস্তায় নামেন এবং মানুষের কাছে হাত পাতেন।
এমন সময় নজরে আসে ঝালকাঠির একটি মানবিক সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থাsss এর, সভাপতি এইচ এম রিয়াজ খান এর এবং তিনি কবিরের চিকিৎসার সহায়তার জন্য এগিয়ে আসেন, এবং তার চিকিৎসার জন্য ফান্ড কালেকশন এর কার্যক্রম হাতে নেয়,এবং তাদের নিজস্ব ফেসবুক পেইজে সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে একটি পোস্ট দেন এবং স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থাsssএর আহবানে সাড়া দিয়ে প্রবাসী শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন মানবিক মানুষ এগিয়ে আসলে মাত্র ৩দিনে সহায়তার জন্য ২৩০৯০টাকার একটি ফান্ড গঠন করা হয়,
অন্যদিকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন তার শুভাকাঙ্ক্ষী দের মধ্য দিয়ে,একটি নৈশ ভোজ অনুষ্ঠান থেকে ১৬৯০০/-টাকা উত্তোলন করে দেয়,এছাড়াও এলাকাবাসীর সহায়তায় গত ২৫/১/২১ ইং তারিখে কবিরে পায়ে সফল অস্ত্রোপচার করেন
স্বনামধন্য অর্থোপিডিক ডাঃ ফেরদৌস রায়হান শুভ।
২৯/১/২১ ইং রোজ শুক্রবার রাতে ডাঃ ফেরদৌস রায়হান এর কাছে অপারেশন ও ক্লিনিকের খরচের বাকি টাকা হস্তান্তর করে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা(sss)’র সভাপতি এইচ এম রিয়াজ খান, উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বিশিষ্ট কবি মুঃ আল আমিন বাকলাই, জেলা বি,এম,এস,এফ এর সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, এছাড়াও জামাল মাঝী,রুহুল আমিন লস্কর,সিরাজুল ইসলাম,সংগঠন এর অনান্য সদস্য দের সাথে হাসি ফার্মেসীর স্বত্ত্বাধিকারী সামসুল ইসলাম সোহাগ,
এসময়ে কবিরের চিকিৎসায় সহায়তাকারী সকল মানবিক দানকারীদের সংগঠন ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞা জানায়।
স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।