সৎ সঙ্গ ফাউন্ডেশনের নতুন কমিটির মতবিনিময়

৬২

মোঃ মাইন উদ্দিন চৌধুরী,বিশেষ প্রতিনিধি(চাঁদপুর):আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবো। এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার সৎ সঙ্গ ফাউন্ডেশনের নতুন কমিটির মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ব্রান্মনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি সামসুল আলম জুলফিকার। সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার সভাপতি জিএম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন – সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলার সহ-সভাপতি মোজাম্মেল হক, ইলিয়াছ মিয়াজি, মোঃ মাইনউদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক খালেদ মিয়াজি জসিম, অর্থ সম্পাদক আল-আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ প্রধান, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম প্রধান, আবুল কাসেম, সালাউদ্দিন প্রধান, তারেক প্রধান, শাকিল মুন্সি, জুয়েল প্রধান, লিটন বেপারী।

‘আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বক্তারা বলেন-সৎ সঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে ‘মাদক, সামাজিক অবক্ষয় নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবো।

সভায় সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সংসদ সদস্য শামসুন্নাহার মোবাইল ফোনে বিশেষ বক্তব্য রাখেন ও নতুন কমিটিকে স্বাগত জানান।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.