সাগর দত্ত,তজুমদ্দিন,ভোলা: নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। শনিবার এ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা। এদিকে, কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তজুমদ্দিন উপজেলার স্বাস্থ্য সহকারীরা আজ চতুর্থ দিনের বিক্ষোভ করেন। তাদের আন্দোলনের কারণে সেবা বন্ধ থাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
বক্তারা আরো বলেন যে, টিকা দান (ইপিআই) কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। অথচ তারা বেতন বৈষ্যমের শিকার। দাবি আদায়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।