সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রততিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কবির (নৌকা) বিজয়ী হয়েছেন।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ৯টি ওয়ার্ড নিয়ে স্বরূপকাঠি পৌরসভার যাত্রা শুরু হয়। ৪.৯৮ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট লোকের বসবাস ২৮ হাজার ৫২৯ জন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৫৯৬ জন।
নবনির্বাচিত মেয়র গোলাম কবির পেয়েছেন ৩৯৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) পেয়েছেন ৩১৪৪ ভোট।