সঞ্জয় বৈরাগী, পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির ছাড়াও একই দলের নেতা সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান খান এবং পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনিত প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ ছাড়াও একই দলের উপজেলা কমিটির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ৩য় ধাপের পৌরসভা নির্বাচনে স্বরূপকাঠি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী।