সঞ্জয় বৈরাগী,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র গোলাম কবির। গতকাল শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মেয়র গোলাম কবির মুঠোফোনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে মেয়র গোলাম কবির বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে স্বরূপকাঠি পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।
জানা গেছে, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর ৯টি ওয়ার্ড নিয়ে স্বরূপকাঠি পৌরসভার যাত্রা শুরু হয়। ৪.৯৮ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট লোকের বসবাস ২৮ হাজার ৫২৯ জন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৫৯৬ জন।
আগামী ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে স্বরূপকাঠী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ স্বরূপকাঠি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম ফরিদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন গোলাম কবির।