মোহাইমিনুল আলম,জেলা প্রতিনিধি, শেরপুর: কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. মেসবাহুল ইসলামের সাথে স্থানীয় কৃষক-কৃষানীদের সমবায় বোরোধান চাষে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শেরপুরের নকলা থানায় গত ২৬ ডিসেম্বর সকালে বানেশ্বর্দী এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন,যে সবুজ বিপ্লব, আধুনিকায়ন ও যান্ত্রীকিকরনের কথা বলেছিলেন, সেই সুফলগুলো আমরা পেয়েছি বলেই আজকে আমরা খাদ্য শস্যে অনেক বেশি এগিয়ে চলছি। তিনি আরো বলেন কৃষির চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হয়েছে কৃষি বান্ধব সরকারের কারনে।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, বিএডিসি’র চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মুকুল, উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আ: মাজেদ প্রমুখ সহ বেশকিছু স্থানীয় কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন উক্ত সভায়।