সৌম্যের ব্যাটের যাদুতে জয়

৫০

ফাহিম আল মামুন,খেলাঃ বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ আজ সন্ধ্যা ৭ ঘটিকার খেলায় মাঠে নেমেছিলো গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশাল। শুরিতেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। অধিনায়ক তামিম ইকবাল এর নেতৃত্বে ব্যাটিং করতে নেমে শুরুতেই অনেক ভালো করেন ফরচুন বরিশাল।

কোন উইকেটের পতন না করেই রানের কোটা এক বড় অংশে দ্বারিয়ে যায়। পরবর্তিতে তামিম এবং সাইফ আউট হয়ে গেলে দলের কান্ডারী আর কেউ হতে পারে না। ২০ ওভারে ৬ টি উইকেট হারিয়ে ১৪৯ রান করে ফরচুন বরিশাল। দলের হয়ে তামিম (৪৩) এবং সাইফ (৪৬) রান করেন।

এদিকে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ১৫০ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকারের ঝড় শুরুতে শুরুতেই এগিয়ে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই ওপেনার দিনে অনেক দ্রুতই রান করে ফেলেন তারা। ওপেনার সৈকত আউট হলেও পরে মাহমুদুল হাসান অনেক বড় দায়িত্ব নিয়ে ধরে রাখেন এবং অপরাজিত থাকেন। একারনেই ১৮ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করেন চট্টগ্রাম। দলের হয়ে সর্বেচ্চ ৬২ রান করেন সৌম্য সরকার।

প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ সৌম্য সরকার

স্কোরঃ
ফরচুন বরিশালঃ ১৪৯/৬ (২০)
গাজী গ্রুপ চট্টগ্রামঃ ১৫৩/৩ (১৮.৪)

ফলাফলঃ গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.