মোঃ নুর আলম সিদ্দিকী,নোয়াখালী ব্যুরোঃ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে সূবর্নচর উপজেলার ৭নং পূর্বচরবাটা এলাকায় যোবায়ের মিয়ার বাজার ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় ৭নং পূর্বচরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার প্রাইমারী স্কুল সংলগ্ন খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে স্থানীয় ০৮টি দল অংশ গ্রহন করে। পরে রবির দোকার(আরফান)একাদশ বনাম যোবায়ের বাজার একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উত্তেজনাময় ফাইনাল ম্যাচের খেলায় ০-১ গোলে যোবায়ের বাজার একাদশকে পরাজিত করে রবির দোকান(আরফান) একাদশ বিজয়ী হয়।ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৭নং পূর্ব চরবাটার ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবুল বাসার মন্জু।এছাড়াও অনুষ্ঠানে নানা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় খেলায় অংশ গ্রহনকারী সকল খেলোয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।