সুন্দরবন থেকে অস্ত্র ও কাঠের নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ড

৪৩

মো: রাজন সরদার,মোংলা: সুন্দরবন থেকে ১টি দেশীয় পাইপ গান ও ১ টি কাঠের নৌকা আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

গত ১৯ নভেম্বর রাতে গােপন সংবাদের ভিত্তিতে মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন কৈখালীর টহল দল কর্তৃক,সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন তালপট্টী অফিস খাল সংলগ্ন এলাকায়,বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু মাসুম এবং সেলিম বাহিনীর সদস্যরা উক্ত স্থান হতে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যগণ উক্ত স্থান হতে বনদস্যু মাসুম এবং সেলিম বাহিনীর ব্যবহৃত ১ টি দেশীয় একনালা পাইপ গান ও ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি কাঠের নৌকা উদ্ধার করে হয়। এ সময় ডাকাত দলের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত দেশিয় পাইপ গান ও নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের গােয়েন্দা কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদসতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.