কাজী আবুল ফজল, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহহীন ১০ টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে সেমি পাকা বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মজিব বর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঘরের চাবি হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ নভেম্বর বৃহস্পতিবার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রাজাই হাজং পাড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আ.লীগ নেতা মোশারফ হোসেন, নিজাম উদ্দিন, আলমগীর খোকন, জামাল উদ্দিন, মাসুক মিয়া, মোদাচ্ছিল আলম সুবলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ।