কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
সুখগুলো যে কাশফুল,
ছিন্ন ছিন্ন উড়ে,
একটু হাওয়া গতরে এলে,
ধরতে গেলেই যায় দুরে৷
সুখগুলো যে শিশির কণা,
ভোর বেলাতে দূর্বা ঘাসে জমে,
একটু খানি কিরণ এলেই,
ক্ষাণিক পরে কমে৷
সুখগুলো যে কচি লাউয়ের ডগা,
মাঁচার দেখা ফেলেই জড়ায়ে ধরে,
ক্ষাণিক বাদে পক্ক হলে,
ছেড়ে দিয়ে যায় দুরে৷
সুখগুলো যে বিকেলের মিহি বাতাস,
প্রেমিকযুগলের হাত অরন্যের আকাশ,
অহর্নিশ ঘোরাফেরা,
আড়ালে বাঁচে না একে অন্যের বেলা।
সুখগুলো যে পাখির ছানা,
পশমহীন তুলতুলে গা,
রথ নেই তাই মা তুলে দেয় খানা,
একটুখানি উড়তে পারলেই বসে গাছের আগা৷
সুখগুলো যে সদ্য শিশুর তুলতুলে গাল,
মমতাময়ী মায়ের বুক ছেঁড়া ধন,
একটু আঘাতেই কান্নায় ভেঙ্গে পরে,
চিরকাল রাখতে চায় আপন৷
সুখগুলো যে মিষ্টি হাসি,
আয় সোনা আয় জাদু
মায়ের মুখের বুলি,
একটুখানি এদিক সেদিক সব ভুলিয়ে কাঁদো৷