Home দুর্ঘটনা সাতক্ষীরা শহরে বিদুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা শহরে বিদুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা শহরে বিদুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

ডেক্স রিপোর্টঃ সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া (স্টাফকোয়াটার) এর সামনে এঘটনা ঘটে। ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর দুলার বটতলা গ্রামের কুদ্দুস আলীর পুত্র হাবিবুর রহমান ভুট্টো (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে কাটিয়া ফিডের কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বলেন। তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডে উঠে পড়েন এবং ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে খুটির মাথায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান শ্রমিক ভুট্টোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

50% LikesVS
50% Dislikes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here