ডেস্ক রিপোর্টারঃ জেমকন খুলনা প্রথমে ব্যাট করতে নামে। বয়াটসময়ানদের ব্যর্থতায় মোট রান হয় ৮৬ রান। আজকের ম্যাচের মাধ্যমে সাকিব টি ২০ তে ৫০০০ রান এবং ৩৫০ এর অধিক উইকেটের মালিক হন। মোস্তাফিজ ৫ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইমরুল ২১, জহুরুল ১৪, শামীম ১১, বিজয় ৬, সাকিব ৩;
মুস্তাফিজ ৪/৫, নাহিদুল ২/১৫, তাইজুল ২/৩০।
সকল স্কোর লাইভ পেতে সাহসী কন্ঠের সঙ্গেই থাকুন।