ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি ,সরিষাবাড়ী, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জিতেন চন্দ্র (৪২) নামের এক গ্রাম পুলিশের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত জিতেন চন্দ্র ওই গ্রামের স্বর্গীয় বন বিহারী নন্ট্রের ছেলে। দীর্ঘদিন তিনি পিংনা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় জানান, জিতেন চন্দ্র আত্মহত্যা করেছেন।
নিহতের স্ত্রী শ্রীমতি অঞ্জলি চন্দ্র জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ভুগছিলেন। রোববার মধ্যরাতে তিনি বসতঘর থেকে হঠাৎ নিখোঁজ হন। ভোরে পরিবারের লোকজন বাড়ির পেছনের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিতেন চন্দ্রের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।