ইয়াছিন আলী,সরিষাবাড়ী, জামালপুরঃ সরিষাবাড়ীতে ডোবায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা-জামিরা রাস্তার ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, বুধবার সকালে আদ্রা আলিম মাদরাসার পশ্চিম পাশের ডোবায় একটি লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানানোর পর দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়। তার এখনও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে জানিয়েছে পুলিশ।