ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি,সরিষাবাড়ী,জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার সামনে আজ রবিবার দুপুর ১২.৩০ মিনিটে ট্রাক ও মোটরবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরবাইক চালক জীবন মৃত্যুর মৃত্যুশয্যায় রয়েছেন বলে জানা গেছে।
সরিষাবাড়ীর এ.আর.এ জুট মিলস এর চেয়ারম্যান চাঁন মিয়া চানু মোটরবাইক যোগে শিমলা বাজারস্থ এলাকা থেকে কোন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে পৌরসভার সম্মুখে মেইন রাস্তায় দক্ষিণ দিক হতে আসা একটি ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাইক চালক চাঁন মিয়া চানু ট্রাকের চাকায় ক্র্যাশ হলে তার নিচের পেট থেকে বাম পায়ের নিচের দিক হাটুর অগ্রভাগ পর্যন্ত অতিরিক্ত চাপের কারণে হিপ জয়েন্ট বিচ্ছিন্ন সহ হাটু পর্যন্ত মাংস পেশী একে বারে থেতলে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ইমারজেন্সিতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকা পারভীন সেই সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়নসিংহ হাসপাতালে রেফার্ড করেন।