ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি,সরিষাবাড়ী,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দিতে এশিয়ার সর্ববৃহৎ এবং দেশের প্রধান ও প্রথম ইউরিয়া সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ আছে।
এতে করে এই মৌসুমে সার উৎপাদন ব্যাহত হলে দেশের ২২টি জেলায় কৃষি অঞ্চল এলাকায় কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যে হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকে। কিছুদিন আগেও শ্রমিক আন্দোলনের কারণে সার উৎপাদন বন্ধ ছিল।
কারখানা কর্তৃপক্ষ বলেছে ,অতিশীঘ্রই কারখানার উত্পাদন শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।