সরিষাবাড়ীতে বিএনপি পন্থী মেয়র প্রার্থীর ভোট বয়কট

৩৬

ইয়াসিন আলী,উপজেলা প্রতিনিধি,সরিষাবাড়ী: ভোটকেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিএনপি মনোনিত প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিনের লোকজন সকাল থেকে সবগুলো ভোটকেন্দ্র দখল করে। এরপর তারা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে গণহারে নৌকা প্রতীকে সিল মারে।

তিনি আরও বলেন, শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম থাকা সত্ত্বেও তাদের ইচ্ছেমতো ভোটগ্রহণ দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমদসহ দলীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.