ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি ,সরিষাবাড়ী, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আনিস নামের (৪৫) চালক নিহত হয়েছেন। গত সোমবার ১৮ জানুয়ারি দুপুরে উপজেলায় উপশহরে ফয়েজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস কর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র মতে ভাড়ার যাত্রী তুলতে সরিষাবাড়ীতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে । স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল করিম জানান ,বিষয়টি আমার জানা নেই । তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।