ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি,সরিষাবাড়ী,জামালপুরঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায় অলিতে-গলিতে রাস্তার ধারে মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা এবং লোকালয়ে গ্রামে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে।
এসমস্ত অবৈধ ইটভাটার জন্য গ্রামের জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে এর কারণে মানুষ ঠিকমতো অক্সিজেন নিতে পারে না। বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ সমস্যায় বেশি ভোগে।
তাছাড়া অপরিকল্পিতভাবে ইটভাটার জন্য মাটি সংগ্রহ করে মাটির ৩ থেকে ৪ ফিট মাটির তলায় মাটি উর্বর জমি হারাচ্ছেন কৃষক। অল্প দামে জমির মাটি বিক্রি করে স্বাবলম্বী হলেও পরবর্তীতে এর ব্যাপক খেসারত দিতে হচ্ছে।
সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সু-কৌশলে সরিষাবাড়ীতে যত্রতত্র গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে ভুক্তভোগীদের নানা অভিযোগ বহু আগে থেকেই। কিন্তু নিয়ম উপেক্ষা করে দুই বা তিন ফসলি জমিতে গড়ে উঠা প্রায় ২১টি ইট ভাটা অদৃশ্য কারণেই চলছে দ্বেদারচ্ছে।
সুশীল সমাজ এবং এলাকাবাসীর দাবি জানান যত্রতত্র এসমস্ত ইটভাটা যেনগড়ে না উঠে এসে জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।