ইমরান হোসেন পিয়াল,খেলা ডেস্কঃ সাকিব আল হাসান মার্চেই তৃতীয় সন্তানের পিতা হচ্ছেন।এজন্য বিসিবি বরাবর ছুটির আবেদন করেছেন সাকিব আল হাসান। আগামী নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তাই সাকিবকে পাচ্ছে না দলের সাথে।
আকরাম খান মিডিয়াকে জানান,’সে একটা মেইল পাঠিয়েছে এবং তাঁর যেহেতু পরিবারকেও সময় দিতে হবে,কেননা ওর তৃতীয় বাচ্চা হচ্ছে। আল্লাহর রহমতে যদি সব ঠিক ঠাক থাকে সে তখন পরিবারের সঙ্গে থাকতে চাচ্ছে। আমাকে একটা চিঠি দিয়েছে, তো এটা নিয়েও আলোচনা হবে আমাদের মধ্যে। তখন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে ওর চিঠির উত্তর দেব।’
যেহেতু পারিবারিক কারণে ছুটি চাচ্ছে সেহেতু ছুটি পাবে আশা করি।কারণ পরিবার সবার আগে।