কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)
নতুন করে আসে বছর,
পুরাতন হয়ে পেছনে যায়,
নতুন হয়ে আসে যখন,
আগে পিছে শুধু কোথাও,
পুরোনো সংখ্যাটা বদলায়৷
সেকেন্ড, মিনিট, ঘন্টা,
দিন, মাস গুনে গুনে,
তিন শত পয়ষট্রি দিন,
কিবা বারটি মাস কেটে গেলেই,
সংখ্যা বদলে বছরটি রূপ নেয় নতুনে৷
সুখ দুঃখ সবই থাকে,
শুরুটাই শুধু ধুমধাম,
শুনশান বাতাস বয়ে,
ধেঁয়ে আসে নতুনের বার্তা,
তবু সবাই চাই নিষ্কৃতি হোক মন্দা।
পুরাতন দুঃখ গুলি মুছে ফেলে,
সবাই চায় নতুনেতে আসুক বয়ে,
দীর্ঘ দিনের মনে লালিত স্বপ্ন,
সুখ শান্তি এমনি এক আত্মা,
সংখ্যা বদলে নতুন বছরে শুরু হয়ে৷
বিশ বিশের শেষ বিশ পাল্টে,
বিশ একুশে শুরু নতুন বর্ষ,
সকলের বিশের বিষ যাক ঝরে,
আসুক অনাবিল সুখ শান্তি,
জীবন ভরে যাক নিয়ে উৎকর্ষ৷
সংখ্যা বদলের নতুন বর্ষের,
আছে যত দেনা পাওনা ঋণ,
মিটে যাক মিটে যাক সকলের
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা,
আসুক সবার ফিরে ঘরে ঘরে সুদিন৷