আল আমিন
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
২৮ ডিসেম্বর ২০২০ সোমবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশের প্রতি জেলা থেকে ১ জন, ৪ টি সিটি ইউনিট থেকে ১ জন করে ও জাতীয় সদর দপ্তর থেকে ১ জনকে ১০ হাজার টাকার একটি চেক এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য পঞ্চগড় রেড ক্রিসেন্ট ইউনিট যুব প্রধান মোঃ জয়নাল আবেদীন গত কয়েক বছর ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ বছর মহামারী করোনা কালে সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা মূলক নানান কর্মসূচি সফলতার সাথে পালন করেন।
তার সাথে কথা হলে তিনি জানান, আমি পুরস্কার পেয়ে অনেক খুশি এবং ভবিষ্যতে বাকি সময় টুকু এভাবেই মানবতার কাজে বিলিয়ে দিতে চাই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ডাঃ হাফিজ আহমেদ মজুমদার এম পি মহদয় ও ভাইস চেয়ারম্যান ও কর্যকারি পরিষদ সদস্য।
তবে রেড ক্রিসেন্ট ইউনিট পঞ্চগড়ের অবস্থা নাজুক হওয়ায় স্বেচ্ছাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।