শ্রীলঙ্কার সাথে এবার অন্য রকম এক টাইগার বাহিনী

১৮

ডেস্ক রিপোর্টঃ শ্রীলঙ্কায় অন্যরকম বাংলাদেশ কে দেখা গেল এবার। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশীপে যেখানে শুন্য পয়েন্ট আর একের পর এক পরাজয়ের স্বাদ নিতে নিতে দিশেহারা ঠিক তখনই অসাধারণ একটি টেস্ট খেলে যাচ্ছেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার পাল্লেকেলে প্রথম টেস্টে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে গতকাল ১ম দিন শেষে ৩০২/২ রান করে। আজ ২য় দিন ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করেছে। এই রান আজ পাঁচশ ছাড়িয়ে যেতে পারত, যদি না বৃষ্টি এসে বাগড়া দিত। ম্যাচের তৃতীয় সেশনেই নেমে আসে বৃষ্টি। বারবার বৃষ্টি আর মেঘের কারণে খেলা বন্ধ থাকে। একসময় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বলা যায় বৃষ্টি এসে শ্রীলঙ্কাকে অনেকটাই বাঁচিয়ে দিল। জিততে হলে বাংলাদেশকে তৃতীয় দিন দ্রুত ইনিংস ঘোষণা করতে হবে।

এদিকে ২২৪ বলে দেশের বাইরে প্রথম এবং ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। এর পরপরই দেড়শ রানের নাজমুল হোসেন শান্ত। শান্ত ৩৭৮ বলে ১৭ চার ১ ছক্কায় ১৬৩ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের জবাব দেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটাও আবার দেশের বাইরে। নিঃসন্দেহে দারুণ ব্যাপার। মুমিনুল হকের সঙ্গে শান্তর তৃতীয় উইকেট জুটিটা হয়েছিল ২৪২ রানের। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। দুজনে খেলেছেন ৫১৭ বল। মুমিনুলের ব্যাটিং দেখেও একসময় মনে হচ্ছিল তিনি দেড়শ ছাড়াবেন। তবে ৩০৪ বলে ১১ চারে ১২৭ রানেই তার ইনিংসের সমাপ্তি ঘটে। আজ খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত উইকেটে অপরাজিত আছেন ১০৭ বলে ৪৩* রান করা মুশফিকুর রহিম আর লিটন দাস ২৫* রানে। অন্য দিকে গতকাল তামিম ইকবাল আর শান্ত খেলেন অসাধারণ একটি ইনিংস। তামিম গতকাল আউট হওয়ার আগে করেন ৯০ রান। আর শুরুতেই এলবিডব্লু এর ফাঁদে পরে ৬ বলে ০ রান করেন সাইফ হাসান। আজ লঙ্কানদের হয়ে দুটি উইকেট ভাগাভাগি করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা আর লাহিরু কুমারা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.