ডেস্ক রিপোর্টঃ শাহ কুতুব চৌধুরী ভাই আর আমাদের মাঝে নেই ।”ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন”আওয়ামীলীগের নিবেদিত প্রান সদা হাসিমুখি ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সেক্রেটারী ছিলেন । উনি বর্তমান জেলা আওয়ামালীগের সদস্য ছিলেন । তৃনমুলের আস্হার প্রতিক ছিলেন কুতুব ভাই ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।