মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় বিনা উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চ ফলনশীল ফসলের জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র নালিতাবাড়ীর আয়োজনে বুধবার(২০ জানুয়ারি) নকলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও রিসার্চ কো-অর্ডিনেটর ড. মনজুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান, বিনা উপকেন্দ্র নালিতাবাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহমেদ, ফার্ম ম্যানেজার কৃষিবিদ মো. শফিকুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও ৩০ জন কৃষাণী ছাড়াও ৩ জন উপ-সহকারী কৃষি অফিসার অংশগ্রহণ করেন।