ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দের শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। অনেক হতাহত হওয়ার আশংকা। বিদ্যমান কালবৈশাখী ঝড়ের কারনে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রোববার (৪ এপ্রিল) এ লঞ্চ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
লঞ্চ দুর্ঘটনা খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
ছবি: প্রতিকি।