মোঃআল-আমিন,পটুয়াখালী সদর,উপজেলা প্রতিনিধি: পটুয়াখালী পৌরসভার আধুনিক বর্জ্যব্যবস্থাপনার জন্য খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। পৌরসভার ২ নং ওয়ার্ডে নির্মান করা হয়েছে এই আধুনিক মানের ট্রান্সফার স্টেশনটি। এই ট্রান্সফার স্টেশনে পৌরসভার ১,২ এবং ৩ নং ওয়ার্ডের বর্জ স্থানান্তর করা হবে।
পটুয়াখালী পৌরসভায় এর আগে বর্জ্য ব্যবস্থাপনার কোনো আধুনিক ব্যবস্থা ছিলোনা।এই ট্রান্সফার স্টেশনটি করার ফলে সাধারণ জনগনের ভোগান্তি অনেকটা কমে আসবে। পটুয়াখালী পৌরসভার জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর উদ্যোগে এই আধুনিক মানের ট্রান্সফার স্টেশনটি তৈরি করা হয়েছে।মেয়র মহোদয় আরো জানান পর্যায়ক্রমে এইরকম আধুনিক মানের ট্রান্সফার স্টেশন পৌরসভার সবকয়টি ওয়ার্ডে নির্মান করা হবে।
তিনি আরো বলেন পটুয়াখালী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সব পদক্ষেপ গ্রহন করবেন।