শিশু গ্রেফতারের ঘটনায় জড়িত বরিশালের বাকেরগঞ্জ থানার সেই ওসি এবার ফেসে যাচ্ছেন।

১৫৭

 

ডেস্ক রিপোর্ট,দৈনিক সাহসী কন্ঠ

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষন মামলায় ৪ শিশুকে গ্রেফতারের ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসি সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও সমাজসেবা কর্মকর্তার বিষয়েও ব্যবস্থা নেয়ার আদেশও দিয়েছেন আদালত।

গতবছরের ৪ অক্টোবর বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু ৪ ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিলো।এর দুদিন পর ঐ কন্যা শিশুর বাবা ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগে ৪ ছেলে শিশুর বিরুদ্ধে মামলা করেন।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছিলেন তার ৬ বছরের কন্যা শিশুকে খেলার ছলে ধর্ষন করে ৯ বছরের ঐ ৪ ছেলে শিশু।

পরে পুলিশ ৭ ৪ শিশুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।আদালত শিশুদেরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত।উক্ত বিষয়টি পরে সকলের আমলে আসলে ঐদিন রাতেই হাইকোর্ট থেকে শিশুদের মুক্তির নির্দেশ দেয়।এরপর বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টে হাজির করে বক্তব্য নিয়েছিলেন বিচারপতিরা।

এবিষয়ে দীর্ঘ শুনানির পরে রোববার বিষয়টি নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। ধর্ষনের মামলায় ৪ শিশুকে গ্রেফতারের ঘটনায় বাকেরগঞ্জের ওসিসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে ঐ শিশুদেরকে আদালতে পাঠানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট এর ফৌজদারি ক্ষমতা প্রত্যাহারের আদেশ প্রদান করেছেন হাইকোর্ট।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.