নাজমুল হাসান জনি, ডেস্ক রিপোর্টঃ কি দোষ ছিলো এই ছোট্ট শিশুটার যার জন্য তাকে অকাল প্রাণ দিতে হলো। পাবনা জেলা,ফরিদপুর উপজেলার, রতনপুর গ্রামের আতাউর রহমানের ছোট্ট শিশুবাচ্চা আলী(৯)কে নিমর্মভাবে হত্যা করে কে বা কারা বস্তাতে ভরে নদীতে ফেলে রাখে।
গতকাল রাতে রতনপুর উত্তর পাড়া গ্রামে জামে মসজিদে ওয়াজ মাহফিল ছিলো।অন্য সবার মতো এই ছোট্ট শিশুটিও মাহফিলের যায়,কেউ কি জানতো আজকে মাহফিল টাই এই ছেলের শেষ। গত রাত আনুমানিক ১ টার দিকে তার মা বাবা অনেক খোজাখুজি করে কোথাও পায় না,ভর রাতে তার মৃত লাশ বস্তাতে ভরা পানিতে ডুবানো অবস্থাতে পায়।এই পরিবারের লোক কি ন্যায় বিচার পাবে?