শিশুকে কি খাওয়াচ্ছেন?

৭৩

আল আমিন,ডেস্ক রিপোর্টঃ শিশুকে গুড়াদুধ, প্যাকেটজাত খাবার খাওয়ানো এবং ফিডার, নিপল, চুষনী, টিট, প্যাসিফাইয়ার ইত্যাদি ব্যবহারের সময় ভালভাবে জানতে হবে। আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন বা কি ব্যবহার করাচ্ছেন! সেটা কতটুকু নিরাপদ শিশুর স্বাস্থ্যের জন্য। সবকিছু জেনে খাওয়াতে হবে। কারণ গুঁড়াদুধ ও প্যাকেটজাত শিশুর খাবার সর্ম্পূণ জীবাণুমুক্ত নয়। অনকেই বলবেন আমি তো আমার বাচ্চাকে গুঁড়াদুধ খাইয়েছি কিছুতো হয় নাই; ভালো আছে।

বিভিন্ন গবেষণার ফলাফল অনুযায়ী গুঁড়াদুধ বা প্যাকেটজাত খাবার এর ক্ষতিকারক পদার্থগুলি সাইলেন্ট কিলার এর মত ধিরেধিরে শরীরের ক্ষতি করে। যা অনেকের সাথে সাথেই প্রকাশ পায় আবার অনেকের বড় হলে প্রকাশ পায়। তাই আপনার সন্তানের সুস্থ ভবিষ্যত আপনাকেই ঠিক করতে হবে। শিশুকে জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এবং ৬ মাস বয়সের পর থেকে ঘরে তৈরি ডিম সুজি; মাছ/মাংস/ডিম খিচুড়ি; মাছের কাটলেট ইত্যাদি খাবার খাওয়ানো শুরু করতে হবে এবং পারিবারিক খাবারে অভ্যস্থ করতে হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.