শিবগ‌ঞ্জ কিচকে মমতাজুর রহমান ‌হিফযুল কোরাআন ও নূরানী মাদ্রাসা উ‌দ্বোধন!

৫০

শিবগঞ্জ উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলাম
সাধারণ ও ধর্মীয় শিক্ষার আ‌লো ছ‌ড়ি‌য়ে দি‌তে বগুড়ার শিবগঞ্জ উপ‌জেলার কিচক বন্দরে সম্পন্ন আধু‌নিক মা‌নের ডি‌জিটাল প্রযু‌ক্তির আদ‌লে মমতাজুর রহমান ‌হিফযুল কোরাআন ও নূরানী মাদ্রাসা ২১ন‌ভেম্বার শ‌নিবার কিচক বন্দর সংলগ্ন ফুলতলায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্ব‌য়ে সর্বাধু‌নিক ও ব্য‌তিক্রমধর্মী এ শিক্ষা প্র‌তিষ্ঠানের শুভ উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে সকা‌লে এক সু‌ধি সমা‌বেশ ও আ‌লোচনা সভা মাওলানা মোঃ শাহাদত হো‌সে‌নের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান আ‌লোচক ছি‌লেন হোপপীরহাটা ‌ডি,ইউ দ্বি-মুখী দা‌খিল মাদ্রাসার সুপার বি‌শিষ্ট মি‌ডিয়া ব্য‌ক্তিত্ব জনাব মুহাম্মদ খ‌লিলুর রহমান আকন্দ। প্রধান অ‌তি‌থি ছি‌লেন মোস‌লেমগঞ্জ হিলফুল ফুজুল নুরানী হা‌ফে‌জিয়া মাদ্রাসার মহতা‌মিম মাওঃ আ‌রিফুল ইসলাম।

অ‌তি‌থিদের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন প্রধান শিক্ষক এনামুল হক, কাজী মোঃ সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল কুদ্দুস,‌কিচক আল আরাফাহ ইসলামী ব্যাং‌কের ম্যা‌নেজার মোঃ এনামুল হক। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন অত্র মাদ্রাসার প্র‌তিষ্ঠাতা প‌রিচালক জনাব আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা৷ উক্ত মাদ্রাসায় আবা‌সিক/ অনাবা‌সিক ও ডে-‌কেয়ার শিফ‌টে নূরানী, মক্তব, হিফয ও বয়স্ক কোরআন শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা অত্যান্ত ম‌নোরম প‌রি‌বে‌শে আধু‌নিক মা‌ল্টি‌মি‌ডিয়া ধারায় পড়া‌লেখা কর‌তে পার‌বেন ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.