আমিনুল ইসলাম, বরিশাল: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ইউনুস খানের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল ইসলামিয়া কলেজে তার পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, সাজ্জাদ হোসেনসহ নেতৃবৃন্দ।
এরপরে সাবেক অধ্যক্ষ ইউনুস খানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ বরিশাল জেলা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির টিকিট পেয়ে বরিশাল ৬ আসনে সংসদ সদস্য হন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. ইউনুস খান।