অমিত অধিকারী,বরগুনা জেলা প্রতিনিধিঃ- আজ ১৩/০১/২০২১ খ্রি রোজ বুধবার বরগুনা জেলার, বেতাগী উপজেলায় সকাল ১১.৩০ ঘটিকায় চাঁদখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে “শিক্ষক কল্যাণ পরিষদের” এক জরুরি সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন “শিক্ষক কল্যাণ পরিষদের” সমান্নিত সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমান মিঠু ও সম্পাদক মোঃ ফজলুল হক এবং প্রধান উপদেষ্টা সহ “শিক্ষক কল্যাণ পরিষদের” সমান্নিত সদস্য বৃন্দ। উক্ত সভায় “শিক্ষক কল্যাণ পরিষদের” আগামী দিনগুলো কিভাবে চলবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উক্ত আলোচনায় সমান্নিত শিক্ষকগণ বিভিন্ন মতবাদ ও দিক নির্দেশনা মূলক প্রস্তাব তুলে ধরেন। প্রাথমিক পর্যায়ে বেতাগী উপজেলার চাঁদখালীর নিকটবর্তী মাধ্যমিক স্কুল এবং কলেজে পর্যায়ের সমান্নিত শিক্ষকদের নিয়ে এই “শিক্ষক কল্যাণ পরিষদ” কাজ শুরু করছে।