শাহবাগে পলিটেকনিক ছাত্রদের ৪ দফা দাবিতে মানব্বন্ধন

২০

আবদুল আহাদ,ডেস্ক রিপোর্টঃ আজ শাহবাগ চত্বরে পলিটেকনিক শিক্ষার্থীরা ৪ দফা দাবি আদায়ে এ মানব্বন্ধন করেন ।

১। কোন ভাবেই ১ বছর লস মানি না।

২। ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।

৩। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করো এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করো ।

৪। ২০২১ সালের মধ্যে বুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

শিক্ষার্থীরা দাবিসমূহের সুষ্ঠু ও সুন্দর সমাধান চান।
মানববন্ধনে পলিটেকনিকের শিক্ষার্থীদের শ্লোগানে মুখরিত করেন মোঃ নেছার উদ্দিন ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.