
সঞ্জয় বৈরাগী, পিরোজপুর প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আজ সােমবার সকাল ৭ টায় পিরােজপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহরের ভাগীরথী চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে ।
এসময় পিরােজপুর প্রেসক্লাবের সভাপতি মাে . মুনিরুজ্জামান নাসিম আলী , সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু , সাবেক সহ – সভাপতি খালেদ আবু, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু উপস্থিত ছিলেন ।
এদিকে , শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সােমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে আলােচনা সভার আয়ােজন করা হয় ।