কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
স্বাধীনতার পক্ষের আছো যারা,
গর্জে উঠো তোমরা আবার,
আজও বাংলায় লুকিয়ে আছে,
শকুন আর হায়েনারা,
স্বমূলে উৎপাটন করতে হবে সবার৷
তোমরা মৃত্যুকে কেন করো ভয়?
আজ যার ভাস্কর্য ভেঙ্গেছে,
সেই বঙ্গবন্ধুর ডাকেই এসেছিল,
এই বাংলার স্বাধীনতার জয়৷
করাচির লায়াল পুরের কারাগারে,
বঙ্গবন্ধু নির্মম নির্যাতনেও করেনি ভয়,
মৃত্যু পরোয়ানা জারি,খোঁড়া হচ্ছে কবর,
তবু বলেছিল বাংলায় যেন হয় দাফনের খবর।
শকুন আর হায়েনারা এখনও,
ওৎ পেতে আছে বাংলার ঘরে,
পচাঁত্তরে হত্যা করল যারা বঙ্গবন্ধুকে,
তারা তো ঐ খুনিদেরই বংশ ধর ৷
হে বাংলার দামাল ছেলেরা,
হারিয়েছ কি তীর্য বীর্য সাহস?
হুংকারে হুংকারে গর্জে উঠো আবার,
শকুন হায়েনাদের ভাঙ্গ আবাস!
তোমাদের নিরবতায় জেগেছে ওরা,
হাত দিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে,
স্বাধীন বাংলায়,স্বাধীনতার মাসে,
মানুষ কেন আজ আশ্চর্যে?