ইমরান হোসেন পিয়াল, খেলা ডেস্ক
সাকিব আল হাসান খেলতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন বাংলাদেশের ভরসার প্রতীক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের করা বলে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পান তিনি। তবে চোট কতটা গুরুতর তা তখন জানা যায়নি।
পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
পরে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়,পর্যবেক্ষণের সেই সময় পরে বেড়ে যায় আরও ৪৮ ঘণ্টা, পর আজ সকালে স্ক্যান করানো হয়।
আজ সন্ধায়, স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থা সম্পর্কে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর।
“সাকিবের স্ক্য্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না তিনি, কোনো সমস্যা নেই। ছোটখাটো কোনো জটিলতাও নেই। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই কোনো শঙ্কা নেই।