ফাহিম আল মামুন,ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ আজ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার খেলায় মাঠে নেমেছিলো গাজী গ্রুপ চট্টগ্রাম এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী । শুরুতেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় মিনিস্টার গ্রুপ রাজশাহী৷ অধিনায়ক মোহাম্মদ মিঠুন এর নেতৃত্বে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ টি উইকেট হারিয়ে ১৭৬ রান করে গাজী গ্রুপ চট্টগ্রাম। ৫৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করে দলের ভিত্তি মজবুত করেন লিটন দাস। এদিকে স্বাগতিকদের জয়ের জন্য ২০ ওভারে প্রয়োজন ১৭৭ রান। গাজী গ্রুপ চট্টগ্রাম দুর্দান্ত ব্যাটিং দারা শুভ শুচনা দেখতে পায় অধিনায়ক নাজমুল হোসেইন শান্ত এবং আরিফুল ইসলাম ইমনের ব্যাটে ৷ পরবর্তিতে অধিনায়ক শান্ত জিয়ায়ুর রহমানের বোলে বোল্ড হলে দায়িত্ব একাই আরিফুল ইসলাম ইমনের কাঁধে চলে আসে। তবুও অনেক উত্তেজনাপূর্ন এ খেলায় শেষ পরিনতি যায় গাজী গ্রুপ চট্টগ্রাম এর হাতেই। ২০ ওভার খেলে ৭ টি উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমে যেতে হয় মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। মাত্র ১ রানে পরাজিত হয় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন আরিফুল ইসলাম ইমন।
স্কোরঃ
গাজী গ্রুপ চট্টগ্রামঃ ১৭৬/৫ (২০)
মিনিস্টার গ্রুপ রাজশাহীঃ ১৭৫/৭ (২০)
ফলাফলঃ গাজী গ্রুপ চট্টগ্রাম ১ রানে জয়ী।
প্রতিদিন খেলার আপডেট পেতে সাহসী কন্ঠের সঙ্গেই থাকু।