মোঃ রেশাদুল হক, পটুয়াখালী প্রতিনিধিঃ আন্তঃরেঞ্জ ভলিবল প্রতিযোগিতা (আইজিপি কাপ)-২০২০ এ পিরোজপুর জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন, আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন- দ্বৈত (পুলিশ পরিদর্শক থেকে তদূর্ধ্ব) প্রতিযোগিতা-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশের টিআই জনাব হেলাল উদ্দীন ও টিআই জনাব ফয়সাল আহমেদ জুটি বরগুনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন, আন্তঃরেঞ্জ ক্রিকেট প্রতিযোগিতা (আইজিপি কাপ)-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশ দল রানার্স আপ এবং আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন- একক প্রতিযোগিতা-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশের কনস্টেবল সুপ্ত রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য যে, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয় একজন ক্রীড়ামোদি ব্যক্তিত্ব। তিনি সবসময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা প্রদান করার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে থাকেন। তিনি অদ্য ২১ জানুয়ারি ২০২১ বর্ণিত খেলোয়াড়/ভিন্ন ভিন্ন সাফল্য অর্জনকারী টিমকে তার অফিস কক্ষে এনে অভিনন্দন জানান এবং সকলকে মিষ্টি খাওয়ান। এ সময় তিনি পটুয়াখালী জেলা পুলিশের খেলার মান উন্নীতকরণের লক্ষ্যে তার প্রত্যয় ব্যক্ত করেন।