তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বুধবার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় তারাকান্দা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,গালাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ সময় মাসিকসভায় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ ।
সভায় বক্তব্যে গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া বলেন তারাকান্দা উপজেলার কাচাঁ রাস্তা পাকা হচ্ছে সেই সকল রাস্তা ভাষা সৈনিক শামছুল হকে’র নাম করণের জোর দাবি জানান। উক্ত দাবি সভায় সকলেই সমর্থন করেন।
ভাষা সৈনিক বীর মুক্তিযুদ্ধা শামছুল হক ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন। বর্তমান সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এম.পি’র বাবা।