মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীক (৭৫) চলে গেলেন না ফেরার দেশে। সবাইকে কাঁদিয়ে তিনি রোববার দুপুর ১:৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্যতা ও বার্ধক্যে ভুগছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে ধানুয়া কামালপুর সহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বীর প্রতীক মতিউর রহমানের ছেলে গোলাম মোস্তফা মিষ্টার জানান, তার বাবা মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং যুদ্ধের সময় তিনি মারাত্মকভাবে আহত হন। তার বীরত্বের কারণে তাকে বীর প্রতীক খেতাপ প্রদান করা হয়। বকশীগঞ্জ উপজেলার ৪ জন বীর প্রতীকের মধ্যে তিনিও একজন। ধানুয়াকামালপুর ইউনিয়নের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মতিউর রহমান (মতি) কে উপজেলা প্রশাসন, বকশীগঞ্জ, জামালপুর এর পক্ষ হতে আজ শেষ বিদায় জানানো হয়। আজ ২৩ মে ২০২২ খ্রি. সকাল ৯.০০ ঘটিকায় রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনমুন জাহান লিজা তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ও গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। আরো উপস্থিত ছিলেন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধানুয়াকামালপুর গ্রামের মুসুল্লিগণ ও সুধীমহল। মহান আল্লাহ এই বীর সন্তানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ও তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।