মো:ওসমান গনি,চট্টগ্রাম প্রতিনিধিঃ বছরের প্রথম প্রহরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে শুরু রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরে রাউজানের একটি রেস্ট্রেুরেন্টে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয় রাত ৮টায়।
২০১৭ সালের এই দিনে কিছু উদ্যামী তরুনদের হাত ধরে এই প্রতিষ্ঠান এর শুভ সূচনা হয় তারপর ধারাবাহিকভাবে মানবিক কাজ দিয়ে মন জয় করে রাউজানের এই অন্যতম সংঘঠন।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো:আবুল কাশেম হিরু, এডমিন মোঃ ওসমান গনি, আল নোমান ও আমিনুল ইসলাম,এবং কো এডমিনদের মধ্যে তৈয়ব সহ, কার্যকরী সদস্য নাঈম টিপু,জুয়েল শিকদার এবং সহ-কার্যকরী সদস্য ইমরান, ফয়সাল প্রমুখ।
সবাই এই সংঘঠন এর সফলতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।