রদবদল
এম. এ শিকদার
বদলে গেছে বিশ্বজগত
নেইতো আগের মতো আর,
সত্য ছেড়ে দেখি কেহ
হাঁটে মিথ্যার নদীর পাড়।
বদলে গেছে নীতি কথা
নিয়মনীতির সব ধরণ
মুখে বলে নীতি কথা
কর্মে সত্য হয় হরণ।
বদলে গেছে মানবতা
ভালোবাসার হাতছানি,
হাতে নিয়ে মদের বোতল
বলে —খাচ্ছি লাল পানি।
বদলে গেছি তুমি আমি
বদলে গেছে প্রিয়জন,
আপনজনকে দূরে ফেলে
কাছে রাখে অন্য মন।
বদলে গেছে ঋতুচক্র
গ্রীষ্মের রাতে লাগে শীত,
বদলে গেছে গাও গেরামের
উৎসবের সেই আসল রীত।