ডেস্ক রিপোর্টঃ রংপুরে সেনাবাহিনীর BTR-80 দূর্ঘটনায় ২/৩ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
শীতকালীন মহড়া চলছে বর্তমানে রংপুরে। রাশিয়ার তৈরি এই এপিসিতে মোট ৯ জন সেনা সদস্য থাকতে পারে বলে ধারণা করা যায়। রাস্তার পাশের খাদে পড়ে এই দূর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার কাজ চলছে।